রেড জোনে সেনা টহল জোরদার করা হচ্ছে: আইএসপিআর/অনলাইন ডেস্ক১৫:৩৮, ১৬ জুন, ২০২০

রেড জোনে সেনা টহল জোরদার করা হচ্ছে: আইএসপিআর
দেশজুড়ে করোনা মোকাবিলায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। ফাইল ছবি

করোনা ভাইরাস সংক্রমণের মাত্রা অনুসারে সরকার ঘোষিত রেড জোনগুলোতে সেনা টহল জোরদার করা হচ্ছে। আজ মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, ‘রেড জোনসমূহে সরকারি নির্দেশনাবলী যথাযথ পালনের উদ্দেশে সেনা টহল জোরদার করা হচ্ছে।’

করোনা ভাইরাস প্রতিরোধে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে সশস্ত্র বাহিনী মাঠে রয়েছে।

করোনা ভাইরাসের সংক্রমণ ক্রমাগত বাড়তে থাকায় পাড়া-মহল্লা, ওয়ার্ড ও এলাকাভিত্তিক সারাদেশকে রেড (লাল), ইয়োলো (হলুদ) ও গ্রিন (সবুজ) এই তিন জোনে (অঞ্চল) ভাগ করে পর্যায়ক্রমে লকডাউন করা হচ্ছে।

ইতোমধ্যে বেশকিছু এলাকা লকডাউন করা হয়েছে। রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকায় পরীক্ষামূলকভাবে চালু হওয়া রেড জোনেও সেনাবাহিনী টহল দিচ্ছে। বাসস

ইত্তেফাক/কেকে

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা