সৌদিতে এবার ৩০০ সরকারি কর্মকর্তা আটক

সৌদিতে এবার ৩০০ সরকারি কর্মকর্তা আটক
ছবি: সংগৃহীত
সৌদি আরবে প্রায় তিনশ’ সরকারি কর্মকর্তাকে আটক করা হয়েছে। এর মধ্যে সামরিক এবং নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাও রয়েছেন। রবিবার দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা এই তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানিয়েছে, ২৯৮ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার ব্যবহারের অভিযোগ আনা হচ্ছে।
তবে বিশেষজ্ঞরা বলছেন, বাদশাহ সালমান বিন আবদুল আজিজের পুত্র যুবরাজ মোহাম্মদ বিন সালমান ক্ষমতায় বসতে রাজনৈতিকভাবে তার বিরোধীদের সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছেন। এজন্য ক্ষমতার ব্যবহার করে এসব ব্যক্তিদের আটক কিংবা গ্রেপ্তার করা হচ্ছে।
কয়েক দিন দেশটিতে বেশ কয়েকজন প্রভাবশালী প্রিন্সকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশে গ্রেফতার করা হয় বলে অভিযোগ উঠে।
বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, গ্রেফতারকৃত প্রিন্সরা সৌদি যুবরাজকে উৎখাতের চেষ্টা করেছিল।
ইত্তেফাক/এসআর

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা