ব্রাজিলে প্রবল বৃষ্টি, ২১ জনের মৃত্যু

ব্রাজিলে প্রবল বৃষ্টি, ২১ জনের মৃত্যু
সংগৃহীত ছবি

প্রবল বৃষ্টিতে ব্রাজিলের সাও পাউলো এবং রিও ডে জেনিরো রাজ্যে কমপক্ষে ২১ জন মারা গেছেন। বৃষ্টির কারণে রাজ্য দুটিতে আকস্মিন বন্যার আশঙ্কা দেখা দিয়েছে এবং অনেক ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। 
কর্তৃপক্ষের বরাত দিয়ে এ ব্যাপারে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি'র প্রতিবেদনে বলা হয়, সাও পাউলোতে এখনো ৩২ জন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার ভোরে সাও পাউলোতে বন্যা এবং ভূমিধ্বসে ১৬ জন মারা গেছেন বলে জানা গেছে। এছাড়া রাজ্যটিতে অনেক রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
এ নিয়ে একটি টুইট বার্তায় সাও পাউলো'র গভর্নর জোয়াও দোরিয়া বলেন, যারা এই ভারী বৃষ্টিপাতের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি সমবেদনা প্রকাশ করছি,।
এদিকে রিওডি জেনিরোতেও আরও পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জানা গেছে, এই রাজ্যেও বৃষ্টিপাতের কারণে ঘর-বাড়ি এবং রাস্তাঘাটের ব্যপক ক্ষয়-ক্ষতি হয়েছে।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা