ইরাকে মার্কিন সেনা ঘাঁটিতে আবারও রকেট হামলা

ইরাকে মার্কিন সেনা ঘাঁটিতে আবারও রকেট হামলা

ইরাকে এক সপ্তাহের ব্যবধানে আবারও রকেট হামলা চালানো হয়েছে বাগদাদের তাজি মার্কিন সামরিক ঘাঁটিতে।
মার্কিন সেনাদের লক্ষ্য করে ওই ঘাঁটিতে অন্তত ১০টি রকেট ছোড়া হয়েছে। খবর আল-জাজিরার।
প্রতিবেদনে বলা হয়, তাজি ঘাঁটির পার্শ্ববর্তী এলাকায় রকেট লঞ্চারসহ একটি ট্রাক পড়ে থাকতে দেখা গেছে। এতে বেশ কিছু অব্যবহৃত কাতিউশা রকেট ছিল।
তবে হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কোনও ব্যক্তি বা গোষ্ঠী এখনও পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি।
এর আগে গত বুধবার তাজি ঘাঁটিতে অবস্থানরত মার্কিন ও ব্রিটিশ সেনাদের ওপরে একই ধরনের রকেট হামলা হয়েছিল। সেসময় তিন সেনা নিহত হন।
এদিকে বুধবারের হামলায় জড়িতদের সঙ্গে ইরানের সম্পর্ক রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ দাবি অস্বীকার করেছে তেহরান।
বিডি প্রতিদিন/কালাম

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা