বন্দর পেলো পাঁচ দেশে প্রত্যাখাত হওয়া সেই জাহাজ

বন্দর পেলো পাঁচ দেশে প্রত্যাখাত হওয়া সেই জাহাজ
বন্দর পেলো পাঁচ দেশে প্রত্যাখাত হওয়া জাহাজ 'দ্য ওডিসি অব দ্যা এমএস ওয়েস্টারড্যাম। ছবি: বিবিসি।
করোনা ভাইরাস আতঙ্কের কারণে পাঁচ দেশে প্রত্যাখাত হয়ে অবশেষে দুই হাজার যাত্রী নিয়ে কম্বোডিয়ায় ভিড়লো 'দ্য ওডিসি অব দ্যা এমএস ওয়েস্টারড্যাম। বৃহস্পতিবার সকালে জাহাজটি অবশেষে ক্যাম্বোডিয়ার সিহানুকভিল বন্দরে নোঙর করে।
জানা গেছে, ওয়েস্ট্যারড্যামের দুই হাজার যাত্রী ও নাবিক কেউই সংক্রমিত নন।
করোনা আতঙ্কে জাহাজটি দিনের পর দিন সাগরে ভেসে ছিলো, কোন বন্দরই এটিকে ভিড়তে দিচ্ছিল না। কারণ সন্দেহ ছিলো এই জাহাজের যাত্রীরা করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে দিতে পারে।গত বুধবার প্রমোদতরীটি ব্যাংককের বন্দরে ভিড়তে গেলে এটিকে অনুমতি দেয়া হয়নি।
যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান হল্যান্ড আমেরিকা লাইন পরিচালনা করে দ্য ওয়েস্টারড্যামকে। এটি গত পয়লা ফেব্রুয়ারি হংকং থেকে যাত্রা শুরু করে।এটিতে ১,৪৫৫ জন যাত্রী এবং ৮০২ জন ক্রু রয়েছে।
প্রসঙ্গত, জাপানে আরেক প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেস ক্রুজ শিপে নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ২০০ জনে দাঁড়িয়েছে। আর এই কারণে প্রমোদতরীটিকে সরিয়ে রাখা রয়েছে। বিবিসি।
ইত্তেফাক/এআর

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা