৪০ বছর পর জমি উদ্ধার, পার্কের কাজ শুরু

পার্ক নির্মাণ।ছবি: ইত্তেফাক
দীর্ঘ ৪০ বছর ধরে অবৈধ দখলে থাকা প্রায় ৩ কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার করে পার্ক নির্মাণের উদ্যোগ নিয়েছেন কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাব্বির আহমেদ। তিনি উপজেলার তিলছড়ায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশে গোপালপুর বাসস্ট্যান্ড এলাকায় এ পার্ক নির্মাণের উদ্যোগ নেন।
পার্ক নির্মাণের নান্দনিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ওই এলাকার সর্বস্তরের মানুষ। এতে ওই এলাকার বিনোদন প্রিয় মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে চলেছে। পার্কটির নির্মাণ কাজ বাস্তবায়ন করছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিন্টু বিশ্বাস।
কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিন্টু বিশ্বাস জানান, উপজেলার ৮৬নং তিলছড়া মৌজার ৩৩২৬নং দাগেরবি, আর, এস ১ খতিয়ানভূক্ত হালটের ১.০১ এক সম্পত্তি দীর্ঘদিন ধরে স্থানীয়রা বসতবাড়ি, দোকানপাট ও মার্কেট নির্মাণ করে অবৈধভাবে দখল করে রেখেছিল। গত ১৯ ডিসেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাব্বির আহমেদের নির্দেশে এসব অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়। ওই জমিতে উপজেলা প্রশাসন ও পরিষদের সিদ্ধান্তে পার্ক নির্মাণের কাজ শুরু হয়েছে। পার্ক নির্মাণের খবরে সাধারণ মানুষের মাঝে উৎসাহ সৃষ্টি হয়েছে। এর মধ্য দিয়ে বিনোদন বঞ্চিত এলাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে।
ওড়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বদরুল আলম বিটুল বলেন, ‘ইউএনও সাব্বির আহমেদ কাশিয়ানীতে যোগদানের পর থেকেই বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করে সর্বমহলে ব্যাপকভাবে প্রশংসা কুড়াচ্ছেন। আমাদের এলাকায় সরকারিভাবে বিনোদনের কোন ব্যবস্থা নেই। ইউএনও এবং এসিল্যান্ড স্যার সাধারণ মানুষের বিনোদনে জন্য পার্ক নির্মাণের কাজ শুরু করেছেন। এমন মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই। তিনি সাধারণ মানুষের বিনোদনের জন্য একটি প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছেন।’
তিলছাড়া গ্রামের হাসু মিয়া বলেন, ‘এলাকার মানুষের চিত্ত বিনোদনের জন্য পার্ক জরুরী। এখানে পার্কের কাজ শুরু হয়েছে। এ খবরে আমরা খুবই সন্তুষ্ট। দ্রুত পার্কের কাজ সমাপ্ত করার জন্য দাবি জানাচ্ছি। পার্ক হলে আমরা সন্তান, স্বজন ও পরিবার নিয়ে সুস্থ বিনোদনের সুযোগ পাবো। সময় কাটানোর ভালো জায়গা সৃষ্টি হবে বলে আমি বিশ্বাস করি।’
কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ বলেন, ‘আমি কাশিয়ানীতে যোগদানের পর দেখলাম কাশিয়ানী উপজেলায় মানুষের বিনোদনের জন্য সরকারিভাবে কোন পার্ক নেই। এই বিষয়টি বিবেচনা করে তিলছড়া এলাকায় স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ এলাকাবাসীর সহযোগিতায় সরকারিভাবে একটি পার্কটি গড়ে তোলার উদ্যোগ নিয়েছি।’
ইত্তেফাক/আরকেজি
Comments