মার্কিন হামলায় আল-কায়েদার শীর্ষ নেতা রামি নিহত

মার্কিন হামলায় আল-কায়েদার শীর্ষ নেতা রামি নিহত
কাসিম আল রামি

ইয়েমেনে ইসলামিক জঙ্গি সংগঠন আল-কায়েদা ইন আরব পেনিনসুলার (একিউএপি) শীর্ষ নেতা কাসিম আল রামিকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বিবিসির।
ইয়েমেন ও সৌদি আরবে সক্রিয় আল-কায়েদা নেটওয়ার্কের সংগঠন আল-কায়েদা ইন আরব পেনিনসুলা; ২০১৫ সাল থেকে যার নেতৃত্ব দিয়ে আসছিলেন রামি।
সংগঠনটির আগের শীর্ষনেতা যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হওয়ার পর এর নেতৃত্ব আসে রামির হাতে। পশ্চিমা দেশগুলোতে ধারাবাহিক হামলার নেতৃত্ব দিয়েছেন তিনি।
এর আগে গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় রামির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। তবে একিউএপির পক্ষ থেকে সর্বশেষ ২ ফেব্রুয়ারি তার একটি অডিওবার্তা প্রকাশ করা হয়। এটি আগেই রেকর্ড করা বলে ধারণা করা হচ্ছে।
হোয়াইট হাউসের বিবৃতিতে আল-কায়েদা নেতা রামির মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। তবে কখন তাকে হত্যা করা হয়েছে তা জানানো হয়নি।
বিডি প্রতিদিন/কালাম

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা