ঝড়ের তোড়ে ভেসে এল জনশূন্য ‘ভুতুড়ে’ জাহাজ
- Get link
- X
- Other Apps

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, সম্প্রতি আয়ারল্যান্ডের কাউন্টি কক উপকূলে একটি ‘ভুতুড়ে’ জাহাজ এসে ভিড়েছে। ধারণা করা হচ্ছে, ডেনিস নামের ঝড়ের তোড়ে জাহাজটি এই উপকূলে চলে এসেছে। জানা গেছে, কার্গো জাহাজটির নাম হলো ‘এমভি আলটা’। ঝড়ের তোড়ে কাউন্টি কক উপকূলে এসে ৮০ মিটার দীর্ঘ জাহাজটি আটকে গেছে। এ নিয়ে স্থানীয় ব্যক্তিদের মধ্যে বেশ কৌতূহল দেখা দিয়েছে।






- Get link
- X
- Other Apps
Comments