ইয়েমেনে যুদ্ধবিমান ‘ভূপাতিতের’ পর সৌদি হামলায় নিহত ৩০

ইয়েমেনে যুদ্ধবিমান ‘ভূপাতিতের’ পর সৌদি হামলায় নিহত ৩০

ইয়েমেনে সৌদি আরবের একটি টর্নেডো যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটি ভূপাতিত করার দাবি করেছে হুথি বিদ্রোহীরা।
এদিকে, এ ঘটনার পর সৌদি-আমিরাত জোটের বিমান হামলায় কমপক্ষে ৩০ বেসামরিক ইয়েমেনি নিহত হয়েছে বলে বিদ্রোহীরা দাবি করেছে।
সৌদি জোটের এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) শনিবার জানায়, ইয়েমেনের উত্তরাঞ্চলে সরকারি বাহিনীর সমর্থনে অভিযান পরিচালনার সময় জোট বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।
শুক্রবার আল-মাসিরাহ টিভিতে হুথি বিদ্রোহীদের মুখপাত্র একই প্রদেশে ‘শত্রু বাহিনীর’ একটি টর্নেডো যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করার পর জোট বাহিনীর পক্ষ থেকে এ ঘোষণা আসল।
হুথি মুখপাত্র ইয়াহইয়া সারিয়া আরও বলেন, উন্নত প্রযুক্তির ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের মাধ্যমে যুদ্ধবিমানটি ভূপাতিত করা হয়।
এছাড়া মাসিরাহ টিভি হুথি স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে শনিবার জানায়, যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর একই প্রদেশে বিমান হামলায় কমপক্ষে ৩০ বেসামরিক ইয়েমেনি নিহত হয়েছে।
তবে হতাহতের সংখ্যা নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে আলজাজিরা।
বিডি প্রতিদিন/কালাম

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা