দেড় লাখ ইয়াবা বড়িসহ দুই রোহিঙ্গা যুবক আটক
- Get link
- X
- Other Apps

আটক করা দুজন হলেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া সংলগ্ন ২৭ নম্বর রোহিঙ্গা শরণার্থীশিবিরের ডি-ব্লকের বাসিন্দা ফজল হকের ছেলে আব্দুল লতিফ (২২) ও একই শিবিরের হোসেনে আহম্মদের ছেলে মো. জাবেদ ইকবাল (২১)। তাঁরা দুজনই পুরোনো রোহিঙ্গা শরণার্থী।
র্যাব-১৫ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক ও টেকনাফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট (বিএন) মির্জা শাহেদ মাহতাব প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট (বিএন) মির্জা শাহেদ মাহতাব বলেন, মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান এনে জাদিমোরার টেকনাফ-কক্সবাজার সড়কের পাশে খালি জায়গায় বেচাকেনা করা হচ্ছে-এমন খবর পেয়ে র্যাবের একটি দল অভিযানে যায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ধাওয়া করে ওই দুই মাদক কারবারি রোহিঙ্গা যুবককে আটক করা হয়।
র্যাবের এ কর্মকর্তা বলেন, তাঁদের কাছ কাছ থেকে ইয়াবা ভর্তি বস্তা উদ্ধার করা হয়েছে। বস্তার ভেতর থেকে ১ লাখ ৫০ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়। আটক করা দুজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

- Get link
- X
- Other Apps
Comments