ভারতে হামলার পরিকল্পনা নস্যাৎ শ্রীনগরে ৫ জঙ্গি আটক

ভারতে হামলার পরিকল্পনা নস্যাৎ
ছবি-এনডিটিভি
প্রজাতন্ত্র দিবসে শ্রীনগরে বড় ধরনের জঙ্গি হামলার পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে জম্মু-কাশ্মীর পুলিশ। জইশ-ই-মোহম্মদের পাঁচ জঙ্গিকে আটক করেছে তারা। এসময় তাদের কাছ থেকে বিপুল অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক উদ্ধার হয়েছে। গতকাল আনন্দবাজার পত্রিকার এক খবরে এই তথ্য জানানো হয়েছে।
শ্রীনগরের পুলিশ সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, আইজাজ আহমেদ শেখ, উমর হামিদ শেখ, ইমতিয়াজ আহমেদ চিকলা, সাহিল ফারুক গোজরি ও নাসির আহমেদ মির নামে পাঁচ জঙ্গিকে আটক করেছে পুলিশ। তারা সবাই হজরতবলের বাসিন্দা।
পুলিশের দাবি, তাদের জিজ্ঞাসাবাদের পর ধারণা করা হচ্ছে, প্রজাতন্ত্র দিবসের দিন শ্রীনগরে বড় ধরনের হামলার পরিকল্পনা ছিল। তবে কী ধরনের হামলা বা ঠিক কোন জায়গায় হামলার পরিকল্পনা ছিল, তা এখনো স্পষ্ট নয়। তদন্তকারীদের দাবি, আটক জঙ্গিদের জেরা করে সেই সব বিষয়ে নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন তারা।
ইত্তেফাক/এসইউ

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা