মশার আকার আস্ত প্রজাপতির মতো! নতুন রোগের আতঙ্ক

মশার আকার আস্ত প্রজাপতির মতো! নতুন রোগের আতঙ্ক

কত বড় মাপের মশা দেখেছেন? ঠিক কত বড় হতে পারে মশার আকৃতি! আস্ত একখানা প্রজাপতির মাপের মশা দেখেছেন কখনও? ভাবছেন, এত বড় আকৃতির মশা আবার হয় নাকি! হয়। স্পেনের এক টুইটার ইউজার মশার ছবিটি পোস্ট করেছেন। আর সেটির আকার আস্ত একটা প্রজাপতির মতো। সেই মশাটিকে দেখে আঁতকে উঠছেন নেটিজেনরা। এত বড় মশা! নতুন আতঙ্ক ছড়িয়েছে এলাকজুড়ে।
স্পেনের করডোবা শহরের বাসিন্দা ইজাকুইল লোবো এই মশার ছবি সোশ্যাল সাইটে শেয়ার করেছেন। সেই বিরাট আকৃতির মশাটির পাশে একটি সাধারণ আকৃতির মশাও রেখেছেন লোবো। আর তাতেই দুটি মশার আকারের তফাত ধরা পড়েছে।
লোবো দাবি করেছেন, এই বিরাট আকারের মশাটি তাদের বাড়ির জানালা দিয়ে ঢুকেছিল। তার পর লোবোর মা স্প্রে দিয়ে সেটিকে মেরে ফেলেন।
লোবো ছবির ক্যাপশনে লিখেছেন, আপনারা কি কখনও এত বড় মাপের মশা দেখেছেন? স্বাভাবিকভাবেই মশাটির আকৃতি দেখে চোখ কপালে উঠেছে অনেকের।
বিডি প্রতিদিন/কালাম

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা