সিটি নির্বাচনে ১,০১৩ দেশি ও ৭৪ বিদেশি পর্যবেক্ষক পর্যবেক্ষণ করবেন

সিটি নির্বাচনে ১,০১৩ দেশি ও ৭৪ বিদেশি পর্যবেক্ষক পর্যবেক্ষণ করবেন
প্রতীকী ছবি
ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে ১ হাজার ১৩ জন দেশি এবং ৭৪ জন বিদেশি পর্যবেক্ষক ভোট গ্রহণ কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।
নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক জনসংযোগ মো. ইসরাইল হোসেন আজ শুক্রবার এ তথ্য জানান। বাসস
ইতোমধ্যে বিদেশি পর্যবেক্ষকদের নিরাপত্তা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে বলেও তিনি জানান।
বিদেশি পর্যবেক্ষকদের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৭ , যুক্তরাজ্যের ১২, ইউরোপীয় ইউনিয়নের ৫, নেদারল্যান্ডের ৬, সুইজারল্যান্ডের ৬ , জাপানের ৫, ডেনমার্কের জন, নরওয়ের ৪, অস্ট্রেলিয়ার ২ ও কানাডার ৪ জন পর্যবেক্ষণ করবেন।
নির্বাচনে ২২টি দেশি সংস্থার ১ হাজার ১৩ জন পর্যবেক্ষককেও ভোট পর্যবেক্ষণের অনুমতি দেয়া হয়েছে বলেও জানান ইসির জনসংযোগ পরিচালক।
অনুমোদন পাওয়ায় ২২টি পর্যবেক্ষক সংস্থার মধ্যে রয়েছে- জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, এসডাপ, কর্মায়ন, ফোরাম ফর ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, সমাজ উন্নয়ন প্রয়াস, বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদ (বামাসপ), বিবি আছিয়া ফাউন্ডেশন, ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুর্যারল পুওর-ডর্প ও আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন, রূপনগর শিক্ষা স্বাস্থ্য সহায়তা ফাউন্ডেশন (রিহাফ), ইয়ুথ ফর হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন, তৃণমূল উন্নয়ন সংস্থা, মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থা, অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট অব বাংলাদেশ, হিউম্যান রাইটস ডিজঅ্যাবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট, মুভ ফাউন্ডেশন, লুৎফর রহমান ভূঁইয়া ফাউন্ডেশন, পিস অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট এবং কোস্ট ট্রাস্ট।
ইত্তেফাক/এমআরএম

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা