‘কুমিরকে’ ফাঁসিতে ঝোলাল ইরান !

ছবি- প্রতীকী।
উপসাগরের কুমির নামে পরিচিত এক মাদক সম্রাটের ফাঁসি কার্যকর করেছে ইরান। শনিবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। তবে ফাঁসি কার্যকর হওয়া ৩৬ বছর বয়সী ওই ব্যক্তির নাম প্রকাশ করেনি ইরান।
এই ফাঁসির বিষয়ে ইরানের হরমোজগান প্রদেশের প্রধান বিচারপতি আলি সালেহি বার্তা সংস্থা ইসনাকে বলেন, সে(উপসাগরের কুমির) ইরানের এবং এর আশেপাশের অঞ্চলে বড় মাদক চালানের নেতৃত্ব দিত।
এছাড়া ওই উপসাগরের কুমিরকে আটকের পর তার দলের অনেক সদস্যকেই আটক করা হয়েছে। যাদেরকে সর্বোচ্চ পাঁচ বছরের সাজা এবং জরিমানা করা হয়েছেও বলে জানায় হরমোজগান প্রদেশের প্রধান বিচারপতি আলি সালেহি।
প্রসঙ্গত, প্রতি বছর কয়েকশত কারাবন্দীকে ফাঁসি দেয় ইরান। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে জানানো হয়, ২০১৮ সালে ২৫৩ জনের ফাঁসি কার্যকর করেছিল ইরান।
ইত্তেফাক/এআর
Comments