কোবের মৃত্যুতে মর্মাহত মেসি, রোনালদো-নেইমাররা

কোবে ব্রায়ান্ট। ফাইল ছবি
মার্কিন বাস্কেটবল তারকা কোবে ব্রায়ান্টের মৃত্যুতে বিশ্ব ক্রীড়াঙ্গনে চলছে শোকের মাতম। তার মৃত্যুকে মানতে পারছেন না ক্রীড়াপ্রেমীরা। কোবে ব্রায়ান্টের প্রয়াণে মর্মাহত হয়েছেন বিশ্বে দামিদামী সব সব খেলোয়াড়েরা। শোক জানিয়েছেন দিয়াগো মারাডোনা, লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো ও নেইমারসহ অনেকেই।
কোবের মৃত্যুতে রোনালদো লিখেন, ‘কোবে ও তার মেয়ে গিয়ান্নার মৃত্যু হয়েছে খবরটা পেয়েই মন ভেঙে গেছে। কোবে ছিলেন সত্যিকারের কিংবদন্তি এবং অনেকের অনুপ্রেরনা। যারা দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা রইল।’
So sad to hear the heartbreaking news of the deaths of Kobe and his daughter Gianna. Kobe was a true legend and inspiration to so many. Sending my condolences to his family and friends and the families of all who lost their lives in the crash. RIP Legend

Comments