ভারতে যাওয়ার চেষ্টাকালে শিশুসহ ৯ রোহিঙ্গা আটক

ভারতে যাওয়ার চেষ্টাকালে শিশুসহ ৯ রোহিঙ্গা আটক
আটককৃত রোহিঙ্গারা।ছবি: ইত্তেফাক
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টাকালে শিশুসহ ৯ রোহিঙ্গাকে আটক করেছে আখাউড়া থানা পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌনে ৩ টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- সৈয়দ আলম (৩০), মো. ইউনুছ (১৮), আমেনা খাতুন (৫০), মাজেদা খাতুন (২৫), ছেনরা খাতুন (২২), ময়ূরা বেগম (৬), আয়েশা বিবি (৩), জান্নাত (৫) ও আজিজুর রহমান (১)।
আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আরিফুল আমিন জানান, এক রোহিঙ্গা নাগরিকের মাধ্যমে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ও চট্টগ্রাম থেকে আসা ৯ রোহিঙ্গা পুরুষ, নারী ও শিশু অবৈধভাবে আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু সীমান্ত এলাকায় গিয়ে সুবিধা করতে না পেরে তারা ফের আখাউড়া রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছিলেন।
তিনি আরও জানান, তখন স্টেশন এলাকায় চেকপোস্টে থাকা পুলিশ সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদ করে নিশ্চিত হয় সবাই রোহিঙ্গা। এরপর তাদেরকে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। তাদেরকে রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হবে।
ইত্তেফাক/এএএম

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা