ঘন কুয়াশা: মহাসড়কে কমে আসছে দৃষ্টিসীমা, ফগলাইট ব্যবহারের পরামর্শ

ঘন কুয়াশা: মহাসড়কে কমে আসছে দৃষ্টিসীমা, ফগলাইট ব্যবহারের পরামর্শ
ছবি- সংগৃহীত
ঘন কুয়াশায় দৃষ্টিসীমা কমে আসছে মহাসড়কে। তাই মহাসড়কে চলাচলরত যানবাহনে ফগলাইট ব্যবহারের পাশাপাশি গতি কমিয়ে চলাচলের পরামর্শ দিয়েছে হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার হাইওয়ে পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ পরামর্শ দেওয়া হয়। এতে বলা হয় সারাদেশে তাপমাত্রা কমে এসেছে। জেঁকে বসেছে তীব্র শীত। চলতি বছরে প্রথমবারের মতো বইছে শৈত্যপ্রবাহ। এর প্রভাবে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসতে পারে।
সারাদেশে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে। যার ফলে দেখা দিতে পারে তীব্র বাতাস ও কুয়াশা। মেঘাচ্ছন্ন থাকতে পারে আকাশ। আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা আবারও কমতে পারে।
বর্তমানে জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা অনেকাংশে কমে আসছে। যার ফলে জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে সামনের পথচারী ও বিপরীত দিক থেকে আসা যানবাহন সম্পর্কে ধারণা পাওয়া যায় না ফলে দুর্ঘটনার আশঙ্কা থাকে।এমতাবস্থায়, মহাসড়কে চলাচলরত যানবাহনের চালকদের কুয়াশাচ্ছন্ন রাস্তায় ফগলাইট ব্যবহার ও গতিসীমা সীমিত রেখে অধিক সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হলো।
ইত্তেফাক/আরকেজি

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা