রেসলিংয়ে কার কত আয়

আয়ে সেরা লেসনার
রেসলিংয়ের ইতিহাস বেশ পুরনো। প্রাচীনকালে এই খেলা চলত রাজাদের মনোরঞ্জনের জন্য। বর্তমানেও অসংখ্য মানুষ রেসলিং দেখে উত্তেজনায় ফেটে পড়েন। দুজন মানুষকে একে-অপরের দিকে তেড়েফুঁড়ে যেতে দেখে উল্লাস করেন দর্শকরা। যারা রেসলিংয়ের লড়াই করেন, তাদের উপার্জনও নেহাত কম নয়। আয়ের হিসাবে রেসলিংয়ে শীর্ষে ব্রুক লেসনার। তিনি এক বছরে বেতন পান ১২ মিলিয়ন মার্কিন ডলার ( ১০২ কোটি টাকা প্রায়)। এছাড়া প্রতিটা ইভেন্টে অংশ নেওয়ার জন্য তিনি ৫ লাখ মার্কিন ডলার (৪ কোটি ২৫ লাখ টাকা প্রায়) পান।
জনপ্রিয়তায় এগিয়ে জন সিনা

মেয়েদের সেরা রোজি

নতুন তারকা রোমান রেইনস

পিছিয়ে নেই সংগঠকরাও


Comments