সুপ্রিম কোর্ট এলাকায় তিন মোটরসাইকেলে আগুন

রাজধানীর সুপ্রিম কোর্ট এলাকায় তিনটি মোটরসাইকেলে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। মোটরসাইকেলে কারা আগুন ধরিয়েছে তা এখনো চিহিৃত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
বুধবার বিকাল ৫ টার দিকে আগুন দেয়ার ঘটনা ঘটে।
গণমাধ্যমকে ডিএমপির শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, তিনটি মোটরসাইকেল জ্বালিয়েছে দিয়েছে দুর্বৃত্তরা। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। ধারণা করা হচ্ছে, আগামীকাল খালেদা জিয়ার জামিন শুনানিকে কেন্দ্রে এই ঘটনা ঘটেছে। তদন্ত করে বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।’
আগামীকাল বৃহস্পতিবার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাত বছর দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানি হওয়ার কথা রয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
Comments