নেপালকে উড়িয়ে ফাইনালের পথে বাংলাদেশের মেয়েরা
- Get link
- X
- Other Apps
একপেশে ম্যাচ বলতে যা বোঝায়, তা-ই দেখল নেপালের দর্শকেরা। আর দেখল বাংলাদেশের মেয়েদের দাপট। আর সে দাপটেই দশ উইকেটে হারতে হলো নেপালের মেয়েদের। এসএ গেমসে মেয়েদের ক্রিকেটে নেপালের বিপক্ষে দশ উইকেটের জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এই জয়ে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল সালমা-ফাহিমারা-জাহানারারা।
প্রথমে ব্যাটিং করতে নেমেই বিপর্যয়ে পড়ে নেপাল। প্রথমেই দুই উইকেট তুলে নেন জাহানারা আলম। কাজল শ্রেষ্ঠ ও সীতা রানা মাগার, দুজনকেই বোল্ড করেন তিনি। অধিনায়ক রুবিনা ছেত্রী বেলবাশি (১৩), সোনু খাড়কা (১২) ও ইন্দু বর্মা (১০) কোনো রকমে দুই অঙ্কের স্কোর করে দলকে লজ্জার হাত থেকে বাঁচানোর চেষ্টা করলেও, সে চেষ্টা পরে সফলতার মুখ দেখেনি। শেষ নয় রানে সাত উইকেট হারায় তারা।
ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল বাংলাদেশের মেয়েরা। স্বাগতিক নেপালের মেয়েদের ৫০ রানে অলআউট করে দশ উইকেটে জিতেছে সালমা-ফাহিমারা
বাংলাদেশের মেয়েদের মধ্যে বল হাতে সবচেয়ে বিধ্বংসী ছিলেন রাবেয়া খান। চার ওভার বল করে মাত্র আট রান দিয়ে চার উইকেট তুলে নেন তিনি। তিন ওভার বল করে প্রথম স্পেলে মাত্র দুই রান দিয়ে দুই উইকেট তুলে নেন জাহানারা, পরে রাবেয়ার তোপে দ্বিতীয় স্পেলে তাঁকে আর বল করতে আসতেই হয়নি। একটি করে উইকেট নিয়েছেন অধিনায়ক সালমা খাতুন, ফাহিমা খাতুন ও নাহিদা আক্তার। তিন ব্যাটারকে স্টাম্পিংয়ের শিকার বানিয়েছেন উইকেটরক্ষক শামীমা সুলতানা।
পরে ব্যাট করতে নেমে মাত্র ৭.৪ ওভারেই ৫১ রানের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। ২৪ বলে ৪ চারের সাহায্যে ২৩ রান করে মুরশিদা খাতুন। তিন চার ও এক ছক্কায় ২২ বলে ২৬ রান তোলেন আয়েশা রহমান।

- Get link
- X
- Other Apps
Comments