চিকিৎসার জন্য নওয়াজ শরিফকে বিদেশে পাঠাবে ইমরানের সরকার

চিকিৎসার জন্য নওয়াজ শরিফকে বিদেশে পাঠাবে ইমরানের সরকার
ছবি-সংগৃহীত


পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি জানিয়েছেন, চিকিত্সার জন্য সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে বিদেশে যাওয়ার অনুমতি দেবে সরকার।
বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাত্কারে পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করেন, চিকিত্সার নামে বিদেশে গিয়ে নওয়াজ শরিফ যেন স্থায়ীভাবে থাকার চিন্তা না করেন। কারণ তিনি দুর্নীতি মামলার আসামি এবং সাজাপ্রাপ্ত। চিকিত্সকরা নওয়াজ শরিফকে বিদেশে নিয়ে আরো পরীক্ষা-নীরিক্ষা করার সুপারিশ করেছেন।
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজের ব্যক্তিগত চিকিত্সক ডা. আদনান খানও গতকাল জানিয়েছেন, নওয়াজ শরিফের অবস্থা সংকটজনক। তাকে বিদেশে নেওয়া প্রয়োজন।


এছাড়া লন্ডনের দুইজন চিকিত্সকও নওয়াজকে বিদেশে নেওয়ার সুপারিশ করেছেন বলে তার পরিবার সূত্রে জানা গেছে। -রয়টার্স ও ডন।
ইত্তেফাক/এসআর

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা