শ্রীলঙ্কাকে ৪৫ কোটি ডলার সহায়তা দেবে ভারত

শ্রীলঙ্কাকে ৪৫ কোটি ডলার সহায়তা দেবে ভারত
ছবি-সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার শ্রীলঙ্কাকে ৪৫ কোটি ডলার আর্থিক সহায়তা প্রদানের কথা ঘোষণা করলেন। এর মধ্যে ৫ কোটি ডলার দেওয়া হবে সন্ত্রাসবাদ দমনের খাতে। শ্রীলঙ্কার নবনির্বাচিত রাষ্ট্রপতি গোটাব্যা রাজাপক্ষের সঙ্গে ‘ফলপ্রসূ’ আলোচনার পর এ কথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিবিধ বিষয়ে এদিন কথা হয় দুই জনের। এর মধ্যে শ্রীলঙ্কার তামিল সম্প্রদায়ের দাবি পূরণ, নিরাপত্তা বৃদ্ধি, বাণিজ্য চুক্তি, মত্স্যজীবীদের ঠিকানা সংক্রান্ত নানা বিষয় ছিল।
সংবাদমাধ্যমকে দেওয়া বিবৃতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, তিনি রাষ্ট্রপতি রাজাপক্ষেকে নিশ্চিত করেছেন, তার দেশকে এগিয়ে যেতে পূর্ণ সহায়তা করবে ভারত। প্রধানমন্ত্রী ঘোষণা করেন ৪০ কোটি ডলার সাহায্য করা হবে শ্রীলঙ্কাকে। এর সঙ্গে আরো ৫ কোটি ডলার দেওয়া হবে সন্ত্রাস দমনের জন্য।
গত এপ্রিলে কলম্বোয় একের পর এক বোমার আঘাতে ২৫০ জন মানুষ প্রাণ হারান। প্রধানমন্ত্রী বলেন, ‘আমি রাষ্ট্রপতি রাজাপক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি কীভাবে যৌথভাবে সন্ত্রাসের দমন করা যায়। বৃহস্পতিবার তিন দিনের সফরে ভারতে আসেন রাজাপক্ষে। এটাই তার রাষ্ট্রপতি হিসেবে প্রথম বিদেশ সফর। ১০ দিন আগেই শ্রীলঙ্কার প্রশাসনিক প্রধানের দায়িত্ব গ্রহণ করেছেন তিনি।
শ্রীলঙ্কার রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার আলোচনা ‘ফলপ্রসূ’ হয়েছে। এর আগে গোটাব্যা রাজাপক্ষে জানিয়েছিলেন, তিনি ভারতের সঙ্গে শ্রীলঙ্কার দ্বিপাক্ষিক সম্পর্ককে অত্যন্ত উঁচু স্থান দেন।
ইত্তেফাক/এসআর

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা