দখলকৃত ভূখণ্ডে ইহুদি উপশহর নির্মাণ বন্ধ করতে বললো জাপান

দখলকৃত ভূখণ্ডে ইহুদি উপশহর নির্মাণ বন্ধ করতে বললো জাপান



দখলকৃত ভূখণ্ডে ইহুদি উপশহর নির্মাণ বন্ধের আহ্বান জানিয়েছে জাপান। জাপানি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইহুদি উপশহর নির্মাণের মাধ্যমে আন্তর্জাতিক আইন ও নীতিমালা লঙ্ঘন করা হচ্ছে এবং তা বন্ধ করতে হবে।
দখলকৃত ভূখণ্ডে ইহুদি উপশহর নির্মাণ, স্বাধীন ফিলিস্তিন গঠনের পথে সবচেয়ে বড় বাধা বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। দখলদার ইসরাইল পশ্চিম তীরে ফিলিস্তিনিদের কাছ থেকে দখলে নেয়া ভূখণ্ডে নতুন করে দুই হাজারের বেশি বাড়ি নির্মাণের ঘোষণা দেওয়ার পর এ প্রতিক্রিয়া জানালো জাপান।


পশ্চিম তীর ও পূর্ব বায়তুল মুকাদ্দাসের দখলকৃত ভূখণ্ডে নির্মিত উপশহরগুলোতে বর্তমানে ছয় লাখ ইহুদিবাদী অবৈধভাবে বসবাস করছে।
২০১৬ সালের ২৩ ডিসেম্বর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ২৩৩৪ নম্বর ইশতেহার অনুমোদন করে আবারও দখলকৃত ভূখণ্ডে ইহুদি বসতি নির্মাণ পুরোপুরি বন্ধ রাখার আহ্বান জানায়। কিন্তু বর্ণবাদী ইসরাইল আন্তর্জাতিক সমাজকে কোনো গুরুত্ব না দিয়েই নতুন নতুন ইহুদি বসতি নির্মাণ করে যাচ্ছে।
সূত্র : পার্সটুডে।
বিডি-প্রতিদিন/শফিক

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা