বুলবুল' মোকাবেলায় পিরোজপুরে মাইকিংসহ নানা পদক্ষেপ

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবেলায় নানা পদক্ষেপ হাতে নিয়েছে পিরোজপুর জেলা প্রশাসন। চলছে পুলিশের মাইকিং। রাতভর মানুষকে সচেতন করতে এ মাইকিং চলবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।
এদিকে শুক্রবার রাত ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তারা অংশ নেন।
পাশাপাশি ৭টি উপজেলায় একটি করে এবং জেলায় আরও একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। এছাড়া দুর্যোগ পরবর্তী সময়ে জরুরি ভিত্তিতে সেবা দেয়ার জন্য ১,২৭৫ জন স্বেচ্ছাসেবক এবং ৪৩৫ জন স্কাউট সদস্য প্রস্তুত রয়েছে।
অন্যদিকে দুর্যোগ আক্রান্ত মানুষকে সরবরাহের জন্য শুকনো খাবারও কেনা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক।
বিডি প্রতিদিন/আরাফাত
Comments