ইরাকে ইরানি কনস্যুলেটে হামলা

ইরাকে ইরানি কনস্যুলেটে হামলা
ছবি-সংগৃহীত
ইরাকের অর্থনৈতিক পরিস্থিতির প্রতিবাদে মাসব্যাপী সরকারবিরোধী বিক্ষোভের মধ্যেই দেশটির কারবালা নগরীতে ইরানি কনস্যুলেটে হামলার ঘটনা ঘটেছে। জানা যায়, বিক্ষোভকারীদের সঙ্গে মিশে একদল দুর্বৃত্ত রবিবার রাতে ইরানি কনস্যুলেটে হামলা চালিয়েছে। খবর আল-জাজিরা ও নিউজ চ্যানেল আল-আলম'র।
দুর্বৃত্তদের এই হামলায় কনস্যুলেটের বড় ধরনের কোনো ক্ষতি হয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা কনস্যুলেট ভবনের ইরানি পতাকা সরিয়ে সেখানে একটি ইরাকি পতাকা তুলে দেয়।
আল-জাজিরা, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ছোড়ে ইরাকের নিরাপত্তা বাহিনী।
ইরাকের নিরাপত্তা সূত্র জানিয়েছে, হামলার পর কনস্যুলেটের নিরাপত্তা রক্ষার লক্ষ্যে এই কূটনৈতিক মিশনের চারপাশে চার ব্যাটেলিয়ন সেনা মোতায়েন করা হয়েছে।
দেশটির নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, বিক্ষোভকারীরা গত কয়েকদিনে নিরাপত্তা বাহিনীর পাশাপাশি বিভিন্ন সরকারি স্থাপনায় বহুবার হামলা চালিয়েছে।
এছাড়া সেদেশের গোয়েন্দা সূত্রগুলো বলছে, ইরাকে বিশৃঙ্খলা ও গোলযোগ সৃষ্টি করার লক্ষ্যে সুগভীর পরিকল্পনার আওতায় এ ধরনের হামলা চালানো হচ্ছে।
ইরাকের অর্থনৈতিক দুর্দশা, কর্মসংস্থানের অভাব এবং প্রশাসনে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে গত কয়েক সপ্তাহ ধরে সরকার-বিরোধী বিক্ষোভ চলছে। গত কয়েকদিনে এ বিক্ষোভ সহিংস আকার নিয়েছে এবং বহু মানুষ হতাহত হয়েছে।
ইত্তেফাক/এসআর

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা