মালিতে হেলিকপ্টার দুর্ঘটনায় ১৩ ফরাসী সেনা নিহত

মালিতে হেলিকপ্টার দুর্ঘটনায় ১৩ ফরাসী সেনা নিহত
মালির উত্তরাঞ্চলে হেলিকপ্টার দুর্ঘটনার পর সেখানে ফরাসি সেনা মোতায়েন করা হয়। ছবি: বিবিসি
মালিতে জিহাদিদের বিরুদ্ধে অভিযানের সময় হেলিকপ্টার দুর্ঘটনায় ১৩ জন ফরাসী সেনা নিহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় মালির উত্তরাঞ্চলে এই দুর্ঘটনাটি ঘটে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। খবর বিবিসি’র।
ফরাসী রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রো এক বিবৃতিতে এই ঘটনায় গভীর শোক প্রকাশ ও নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
২০১২ সালে আল কায়েদাপন্থী ইসলামী জঙ্গিরা মালির উত্তরাঞ্চল নিয়ন্ত্রণে নেওয়ার পর থেকে মালিতে সহিংসতা ছড়িয়ে পড়ে। তবে ফ্রান্সের সহায়তায় মালির সেনাবাহিনী এই অঞ্চলটি আবার নিজেদের কব্জায় নিয়েছে। তা সত্ত্বেও সেখানে নিরাপত্তাহীনতা অব্যাহত রয়েছে এবং সহিংসতা এই অঞ্চলের অন্যান্য দেশে ছড়িয়ে পড়েছে।
এর আগে চলতি মাসের শুরুতে মালির পূর্ব সীমান্ত অঞ্চলে টহল দেওয়ার সময় রাস্তার পাশে পোঁতা বোমা বিষ্ফোরণে এক ফরাসী সৈন্য নিহত হয়েছিল। মালিতে হস্তক্ষেপ শুরুর পর থেকে সেখানে নিহত ফরাসি সেনার সংখ্যা ৩৮ জনে দাঁড়িয়েছে। বর্তমানে পশ্চিম আফ্রিকার সাহেল অঞ্চলে ইসলামপন্থী বিদ্রোহ মোকাবেলায় সাড়ে ৪ হাজারেরও বেশি ফরাসি সেনা মোতায়েন রয়েছে। তারপরও সাম্প্রতিক বছরগুলোতে সহিংসতা বেড়ে চলেছে।
ইত্তেফাক/এসইউ

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা