থাইল্যান্ডে বন্দুক হামলায় ১৫ প্রতিরক্ষা কর্মকর্তা নিহত

থাইল্যান্ডে বন্দুক হামলায় ১৫ প্রতিরক্ষা কর্মকর্তা নিহত



থাইল্যান্ডের মুসলিম অধ্যুষিত দক্ষিণাঞ্চলে একটি নিরাপত্তা চৌকিতে বিচ্ছিন্নতাবাদীদের বন্দুক হামলায় অন্তত ১৫ জন নিহত এবং আরও ৫ জন আহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার রাতে দক্ষিণাঞ্চলীয় ইয়ালা প্রদেশে এই ঘটনা ঘটে। সেনাবাহিনীর বরাত দিয়ে এ খবর দিয়েছে আল-জাজিরা।
সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, নিহতদের একজন পুলিশ কর্মকর্তা এবং অন্যদের বেশিরভাগ  গ্রাম প্রতিরক্ষা স্বেচ্ছাসেবক। এদের মধ্যে ঘটনাস্থলেই ১২ জন, হাসপাতালে নেওয়ার পর আরও দুইজন মারা যান। আর বুধবার সকালে আরও একজন মারা যান। এম-১৬ রাইফেলস ও শটগান দিয়ে এ হামলা চালানো হয় বলেও তিনি জানান।


একে সাম্প্রতিক সময়ের ভয়াবহ হামলাগুলোর মধ্যে একটি বলে অভিহিত করেছে থাই কর্তৃপক্ষ। দেশটির ইয়ালা, পাত্তানি এবং নারাথিওয়াত প্রদেশগুলোতে ২০০৪ সাল মালয়ের মুসলিম বিচ্ছিন্নতাবাদীদের হামলার ঘটনা ঘটে আসছে। সরকারি প্রতিনিধি এবং প্রতীক লক্ষ্য করে চালানো এসব হামলায় এখন পর্যন্ত প্রায় সাত হাজার মানুষ নিহতের দাবি করেছে থাই সরকার।
বিডি-প্রতিদিন/মাহবুব

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা