আরও কড়া অবস্থানে ভারত, কাশ্মীরে ৩ বাহিনীর স্পেশাল ফোর্স মোতায়েন

আরও কড়া অবস্থানে ভারত, কাশ্মীরে ৩ বাহিনীর স্পেশাল ফোর্স মোতায়েন
প্রতীকী ছবি

কাশ্মীরে সেনা, নৌ ও বিমান বাহিনীর স্পেশাল ফোর্স মোতায়েন করেছ ভারত সরকার। যৌথ সন্ত্রাসবিরোধী অভিযানে অংশ নেবে এসব বাহিনী। শ্রীনগরের কাছে সন্ত্রাসীদের আখড়া বলে পরিচিত এমন এলাকায় এরই মধ্যে তিন বাহিনীর স্পেশাল ফোর্স কাজ শুরু করে দিয়েছে। খবর ওয়ান ইন্ডিয়ার।
জানা গেছে, ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নবগঠিত ‘সশস্ত্র বাহিনীর বিশেষ অভিযান বিভাগের’ অধীনে সেনাবাহিনীর প্যারা (স্পেশাল ফোর্সেস), নৌবাহিনীর মেরিন কমান্ডোস (মারকোস) ও বিমানবাহিনীর গার্ডস নামের তিন বিশেষ বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।
এবারই প্রথম এই তিনটি স্পেশাল সার্ভিসকে যৌথভাবে মোতায়েন করল ভারত সরকার। উল্লেখ্য, কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের পর নানা ভাবে কাশ্মীরকে অশান্ত করে তোলার চেষ্টা চালিয়েছে জঙ্গিরা। সেই উদ্বেগ থেকেই ভারত সরকার সেখানে আরও কড়া অবস্থানে গেল।
বিডি-প্রতিদিন/শফিক

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা