বলিভিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিও বিক্ষোভকারীদের দখলে

বলিভিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিও বিক্ষোভকারীদের দখলে




বলিভিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিওর কর্তৃত্ব দখলে নিয়েছে সরকার বিরোধী বিক্ষোভকারীরা। দুই মিডিয়ার কর্মরতদের বিরুদ্ধে প্রেসিডেন্ট ইভো মোরালেসের স্বার্থ সিদ্ধিতে সহায়তা করার অভিযোগ আনা হয়েছে। 
রাষ্ট্রীয় টিভি ও রেডিওর প্রধান ইভান মেলডোনাডো বলেছেন, কার্যালয়ের বাইরে জড়ো হওয়া বিক্ষোভকারীদের হুমকির মুখে আমাদের জোর করে বের করে দেয়া হয়েছে। 


প্রেসিডেন্টের বিরুদ্ধে বিক্ষোভে যোগ দিয়েছে ৬টি শহরের পুলিশ। এতে সমর্থন দিয়েছে রাজধানী লাপাজের পুলিশরাও। ইভো মোরালেসের প্রাসাদের রক্ষায় থাকা পুলিশরাও তাদের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। তবে বিদ্রোহী পুলিশ সদস্যদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী।  
গত ২০ অক্টোবর প্রেসিডেন্ট নির্বাচনে ইভো মোরালেসের বিরুদ্ধে কারচুপির অভিযোগ আনে বিরোধী দল। এরপর থেকে 
দক্ষিণ আমেরিকার দেশটিতে বিক্ষোভ চলছে। এতে একাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে। 
সূত্র: গার্ডিয়ান ও আরটি
 
বিডি প্রতিদিন/ফারজানা

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা