আসিয়ান বাণিজ্য চুক্তি প্রত্যাখ্যান, ইইউর সঙ্গে আলোচনার পক্ষে ভারত

ছবি-সংগৃহীত
আসিয়ানভুক্ত ১৬টি দেশের মধ্যে অবাধ বাণিজ্য চুক্তি বা রিজিওনাল কম্প্রিহেনসন ইকোনমিক পার্টনারশিপে যোগ দেবে না ভারত। খবর এনডিটিভির।
১৬টি দেশের মধ্যে অবাধ বাণিজ্যের চুক্তি এটি। তবে ভারত পারষ্পরিক সুবিধাযুক্ত চুক্তি চেয়েছে যাতে দুপক্ষই উপকৃত হয়। এর মধ্যে রয়েছে বাজারে পৌঁছানো এবং শুল্ক।
ভারত জোর করেই বিষয়টি তুলেছে, চুক্তি স্বাক্ষরিত হলে দেশে কম দামী চীনা কৃষিজ ও শিল্প সামগ্রিতে ভরে যাবে দেশের বাজার।
ইঙ্গিত পাওয়া গেছে, আমেরিকা ও চীনের মধ্যে বাণিজ্য উদ্বেগের মধ্যেই ভারত ছাড়াই একটি অস্থায়ী চুক্তি স্বাক্ষর করতে পারে বিশ্বের সবচেয়ে বড় অবাধ বাণিজ্য চুক্তিতে যোগদানকারী ১৬টি দেশ। আগামী বছর এই চুক্তি স্বাক্ষরিত হবে বলে মনে করা হচ্ছে।
এদিকে কেন্দ্রীয় মন্ত্রী পিযুষ গোয়েল বলেছেন, রত্ন, বস্ত্র এবং কৃষিজ সম্পদ নিয়ে ইউরোপিয় ইউনিয়নের সঙ্গে কথা বলা প্রয়োজন।
ইত্তেফাক/এসআর
Comments