ধর্ষণের পর পুড়িয়ে হত্যা: ধর্ষিতাকেই দুষলেন মন্ত্রী!

ধর্ষণের পর পুড়িয়ে হত্যা: ধর্ষিতাকেই দুষলেন মন্ত্রী!
তেলেঙ্গানার স্বরাষ্ট্রমন্ত্রী মহম্মদ মাহমুদ আলি

ভারতের হায়দরাবাদে ধর্ষণের পর পুড়িয়ে হত্যার ঘটনায় ধর্ষিতাকেই দুষছেন দেশটির তেলঙ্গানার স্বরাষ্ট্রমন্ত্রী। ঘটনার সময় তরুণী কেন পুলিশকে ফোন করেননি- এমন অভিযোগ করেন স্বারাষ্ট্রমন্ত্রী।
জানা গেছে, বৃহস্পতিবার হায়দরাবাদের শাদনগরে তরুণী চিকিৎসকের পোড়া দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ বলেছে, ধর্ষণের পর ওই তরুণীকে খুন করে তারপর পুড়িয় দেওয়া হয়।
এ ঘটনায় শুক্রবার তেলেঙ্গানার স্বরাষ্ট্রমন্ত্রী মহম্মদ মাহমুদ আলি সংবাদমাধ্যমে বলেন, ‘অত্যন্ত দুঃখজনক ঘটনা। দুর্ভাগ্যের বিষয় হলো, একজন শিক্ষিত তরুণী হয়েও পুলিশের ১০০ (জরুরি সেবা) নম্বরে ফোন করার বদলে নিজের বোনকে ফোন করেন তিনি। ১০০ তে ফোন করলে হয়ত বাঁচানো যেত তাকে। বিপদে পড়লে ১০০ নম্বরেই ফোন করে সাহায্য চাওয়া উচিত। সবার এটা জানা দরকার।’
তিনি বলেন, তেলঙ্গানা পুলিশ যথেষ্ট দক্ষতার সঙ্গে কাজ করছে। অপরাধীদের শনাক্ত করে কড়া শাস্তি দেওয়া হবে। 
হায়দরাবাদের ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই দুই ট্রাক চালককে গ্রেফতার করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিডি প্রতিদিন/হিমেল

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা