রাজনৈতিক কার্যক্রমে সেনাবাহিনীর জড়ান উচিত না: মাওলানা ফজলুর

রাজনৈতিক কার্যক্রমে সেনাবাহিনীর জড়ান উচিত না: মাওলানা ফজলুর
মাওলানা ফজলুর রহমান



পাকিস্তানের জমিয়তে উলামা-ই-ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান বলেছেন, সমস্যা তখনই তৈরি হয়, যখন নিরাপত্তার কথা বলে নির্বাচনের সময় সেনাবাহিনীকে মাঠে নামানো হয়। তখন তারা প্রতিটি ভোটকেন্দ্রে ঢুকে পড়েন। রাজনৈতিক কার্যক্রমে জড়িয়ে পড়া সেনাবাহিনীর উচিত না।
বৃহস্পতিবার অবস্থান কর্মসূচিতে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, তখন আর কোনো আলোচনার দরকার পড়বে না। আমাদের কাছেও আসতে হবে না। যখন আসবেন, তখন অবশ্যই স্থায়ীভাবে ক্ষমতা ছাড়ার উদ্দেশ্য নিয়েই আসবেন। প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগের প্রসঙ্গ ছাড়া কোনো ধরনের আলোচনার দরকার নেই। 
 

ডন নিউজ টিভির টকশোতে অংশ নিয়ে তিনি বলেন, আজাদি মার্চের এই বিক্ষোভে সব ধরনের লোক অংশ গ্রহণ করেছেন। সব রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব এখানে রয়েছে। তারা যখন এই বিক্ষোভ অব্যাহত রাখতে চাচ্ছেন, তখন এটা কখন শেষ হবে, তা বলা অসম্ভব।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা