পরিবার বাঁচাতে অস্ত্র তুলে নিল ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী

প্রতীকী ছবি
স্বামী আর সন্তানকে বাঁচাতে আধুনিক অ্যাসাল্ট রাইফেল চালিয়ে এক দুষ্কৃতিকারীকে গুলি করে হত্যা করেছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এক নারী। ঘরের জানালা ভেঙে দুই সশস্ত্র দুষ্কৃতি ঢুকে পড়েছিল তাদের বাড়িতে। ওই সময় মারধর করা হয় ওই নারীর স্বামীকে। এমনকি তাদের মেয়ের মাথায় বন্দুক ধরা হয়। পালানোর সয়ম তাদের দিকে গুলি চালান ওই নারী। তাতেই এক দুষ্কৃতির মৃত্যু হয়। খবর আনন্দবাজার পত্রিকার।
জানা গেছে, ফ্লোরিডায় লিথিয়ার ওল্ড ওয়েলকাম রোডে নিজের বাড়িতে স্ত্রী ও মেয়ের সঙ্গে সময় কাটাচ্ছিলেন জেরিমি কিং। জেরিমির স্ত্রী আট মাসের গর্ভবতী। গত বুধবার রাত ৯টা নাগাদ তাদের বাড়িতে ঢুকে পড়ে দুই সশস্ত্র দুষ্কৃতি। দু’জনের হাতেই ছিল দুটি সাধারণ পিস্তল। তারা জেরিমিকে মারধর করে। জেরিমির ১১ বছরের মেয়ের দিকেও বন্দুক তাক করে রাখে। জেরেমির স্ত্রী বার বার বলছিলেন তাদের দেওয়ার মতো কিছু নেই। কিন্তু দুষ্কৃতিরা বার বার বলছিল, যা আছে দিয়ে দেন।
বিডি-প্রতিদিন/শফিক
Comments