খরচ কমাতে বিদেশ সফরে বিমানবন্দরেই রাত কাটান মোদি

খরচ কমাতে বিদেশ সফরে বিমানবন্দরেই রাত কাটান মোদি

বিদেশ সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাঁচ তারকা হোটেলে থাকেন না, বিমানবন্দরেই রাত কাটান। বিদেশ সফর নিয়ে বিরোধীদের কটাক্ষ নিয়ে বুধবার লোকসভায় প্রধানমন্ত্রী পাশে দাঁড়িয়ে একথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। খবর এনডিটিভির
তার দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে কীভাবে খরচ কমানো যায় সেই বিষয়টাই সবচেয়ে অগ্রাধিকার পায়। বিদেশ সফরের সময় প্রযুক্তিগত কোনও কারণে থামতে হলে তিনি রাত কাটাতে পাঁচ তারকা হোটেলে যান না। পরিবর্তে বিমানবন্দরের টার্মিনালেই বিশ্রাম নেন এবং গোসলও করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরও বলেন, “ব্যক্তিগত এবং জনজীবনে প্রধানমন্ত্রী মোদি অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ নীতিই অনুসরণ করেন। উদাহরণস্বরূপ বলা যায়, যখনই প্রধানমন্ত্রী মোদি বিদেশ সফরে যান, তিনি তার সঙ্গে ২০ শতাংশেরও কম কর্মী নিয়ে যান। একইভাবে সরকারি প্রতিনিধি দলের জন্যও বিশাল সংখ্যক গাড়ি ব্যবহার করতে নিষেধ করেছেন তিনি। এর আগে কর্মকর্তারা প্রত্যেকে আলাদা আলাদা গাড়ি ব্যবহার করতেন.... এখন তারা বাস বা বড় কোনও গাড়ি ব্যবহার করেন,” বলেন অমিত শাহ।
বিডি-প্রতিদিন/মাহবুব

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা