তালেবানের সঙ্গে আলোচনায় বসতে : আমেরিকাকে চীন, পাকিস্তান রাশিয়ার আহ্বান

তালেবানের সঙ্গে আলোচনায় বসতে : আমেরিকাকে চীন, পাকিস্তান রাশিয়ার আহ্বান

আফগান তালেবানের সঙ্গে নতুন করে শান্তি আলোচনা শুরু করতে আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান, চীন এবং রাশিয়া। গতকাল (শুক্রবার) রাশিয়ার রাজধানী মস্কোর পাকিস্তান, চীন এবং রাশিয়ার প্রতিনিধিরা বৈঠক করার পর যৌথভাবে এই আহ্বান জানান।
তারা বলেন আফগানিস্তানে ১৮ বছরের যুদ্ধের শান্তিপূর্ণ অবসানের জন্য তালেবানের সঙ্গে শিগগিরই আলোচনায় বসা জরুরি। গতকালের বৈঠকে আমেরিকার প্রতিনিধিও অংশ নেন। বৈঠকে আফগানিস্তান বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি জালমায় খালিলজাদসহ অন্য তিনদেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। 
খালিলজাদ দীর্ঘদিন ধরে তালেবানের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিচ্ছিলেন। কাতারের রাজধানী দোহায় বহুবার তালেবান প্রতিনিধিদের সঙ্গে তিনি আলোচনা করেন। খালিলজাদ তালেবানের সঙ্গে প্রায় শান্তি চুক্তি সম্পন্ন করে ফেলেছিলেন কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে আলোচনা স্থগিত করে দেয়ায় সে চুক্তি আর সম্ভব হয় নি। সূত্র : পার্সটুডে।
বিডি-প্রতিদিন/শফিক

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা