মোদি ও শি জিনপিং বৈঠক আগামী সপ্তাহে

মোদি ও শি জিনপিং বৈঠক আগামী সপ্তাহে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ফাইল ছবি
ফের চীনের সঙ্গে বৈঠকে বসতে চলেছে ভারত। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার দ্বিতীয় অনানুষ্ঠানিক শীর্ষ সম্মেলন করবেন, যা সম্ভবত চেন্নাইয়ের নিকটস্থ ঐতিহাসিক শহর মহাবলীপুরমে হতে চলেছে। তবে ভারত এখনো বৈঠকের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারেনি।
এদিকে খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী মোদি এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে শীর্ষ সম্মেলনের কয়েকদিন আগে ৮ অক্টোবর চীন নিজেদের দেশে স্বাগত জানাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে। প্রধানমন্ত্রী হিসেবে পাকিস্তানের দায়িত্ব গ্রহণের পর ইমরান খানের এটি তৃতীয় চীন সফর হবে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই। প্রেসিডেন্ট শির ভারত সফর এমন এক সময়ে হতে চলেছে যখন জম্মু ও কাশ্মীরের পুনর্গঠন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে চীন। এর পরেই পাকিস্তানের কথাতেই কাশ্মীরের বিষয়ে রুদ্ধদ্বার বৈঠক করার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে অনুরোধ করে চীন। এই বছরের শুরু থেকেই প্রধানমন্ত্রী মোদি এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে দ্বিতীয় অনানুষ্ঠানিক শীর্ষ সম্মেলন করার জন্য ভারত ও চীন একে অপরের সঙ্গে যোগাযোগ রেখে চলছিল।
গত আগস্টেই, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও দুই নেতার মধ্যে দ্বিতীয় অনানুষ্ঠানিক শীর্ষ সম্মেলনের ভিত্তি প্রস্তুত করতে চীন সফর করেন। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা দৃঢ় করার লক্ষ্যে প্রধানমন্ত্রী মোদি এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গত বছর চীনের উহান শহরে একটি বৈঠক করেন। বৈঠকটি ২০১৭ সালে ডোকলামে সমস্যার পরে হয়েছিল, যা দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে খারাপ করেছিল। উহানে প্রধানমন্ত্রী মোদি আশা প্রকাশ করেছিলেন যে, এ জাতীয় অনানুষ্ঠানিক সম্মেলন দুটি দেশের মধ্যে একটি পারস্পরিক বোঝাপড়া ও ঐতিহ্যে পরিণত হবে। এনডিটিভি
ইত্তেফাক/ইউবি

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা