এবার হাসপাতালে ভর্তি নওয়াজ-কন্যা মরিয়ম শরিফও

এবার হাসপাতালে ভর্তি নওয়াজ-কন্যা মরিয়ম শরিফও
ফাইল ছবি

আগেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এবার হাসপাতালে ভর্তি হলেন তার মেয়ে মরিয়ম শরিফও। একই হাসপাতালে ভর্তি রয়েছেন দু’জনে। বাবাকে দেখতে গিয়েই অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
গত সোমবার রাত থেকে ফের অসুস্থ হয়ে পড়েন নওয়াজ শরিফ। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় লাহোরের কোট লাখপত জেল থেকে তাকে স্থানান্তরিত করা হয় লাহোর সার্ভিস হাসপাতালে। সেখানে গিয়ে অসুস্থ হয়ে পড়েন নওয়াজ-কন্যা মরিয়ম। রক্তচাপ কমে যাওয়ায় মরিয়ম অসুস্থ হয়ে পড়েন বলে জানা গেছে। তার শরীর খুব দুর্বল।
চলতি বছর জানুয়ারিতে জেলেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন নওয়াজ শরিফ। সেই সময় তাকে হাসপাতালে ভর্তি করা হলে নওয়াজ-কন্যা মরিয়ম দাবি করেন, জেল হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না তার বাবা।
 
গত সোমবার ফের তিনি অসুস্থ হয়ে পড়লে মরিয়ম দাবি করেন, সঠিক চিকিৎসা পরিষেবা তো দূর, তাকে বাবার সঙ্গে ঠিকমতো কথা বলতেও দেওয়া হয়নি। মরিয়ম জানান, জটিল শারীরিক সমস্যা রয়েছে তার বাবার। বাবার কাছে তার ব্যক্তিগত চিকিৎসকদের পৌঁছাতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ জানান তিনি।
জেল কর্তৃপক্ষ নওয়াজ শরিফের অসুস্থতার কথা মেনে নিয়েছেন। তবে চিকিৎসা পরিষেবা না দেওয়ার অভিযোগ উড়িয়ে দেন তারা। একটি বিবৃতি জারি করে বলা হয়, জেলের চিকিৎসকরা নওয়াজ শরিফের শারীরিক অবস্থার দিকে নজর রেখেছেন। সব কিছু পরীক্ষা করে দেখা হয়েছে। তাকে সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা