সদরঘাটে প্রবেশ ফি বেড়েছে দ্বিগুণ, ক্ষুব্ধ যাত্রীরা

সদরঘাটে প্রবেশ ফি বেড়েছে দ্বিগুণ, ক্ষুব্ধ যাত্রীরা
সদরঘাটে প্রবেশ পথ। ছবি: সংগৃহীত
দেশের প্রধান নদীবন্দর ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালসহ দেশের সব নদীবন্দরের প্রবেশ ফি ৫ টাকা থেকে বাড়িয়ে ১০ টাকা করা হয়েছে। যা আজ মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে প্রবেশ ফি নির্ধারিত করা হয়েছে বলে জানিয়েছে বিআইডাব্লিউটিএ। আর এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ যাত্রীরা।
বিআইডব্লিউটিএ অতিরিক্ত শুল্ক হার নির্ধারণ করে জানিয়েছে, প্রতিবার প্রতিজনকে ১০ টাকা ফি দিয়ে কাউন্টারে টিকিট কেটে টার্মিনালে প্রবেশ করতে হবে।
পটুয়াখালীগামী যাত্রী মাধব চন্দ্র শীল ক্ষোভ প্রকাশ করে বলেন, 'বিআইডব্লিউটিএ যে প্রবেশ ফি বৃদ্ধি করেছে তা আমাদের ওপর জুলুম। এটি সম্পূর্ণ অযৌক্তিক। আমরা স্বল্প আয়ের মানুষদের জন্য দশ টাকা প্রবেশ ফি দেওয়াটা অনেক কষ্টের। কর্তৃপক্ষের এমন হঠকারী সিদ্ধান্ত পরিবর্তন করে পূনরায় পাঁচ টাকা করতে হবে।'
সার্বিক বিষয়ে জানতে চাইলে সদরঘাটের ঢাকা নদী বন্দরের উপ-পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান জানান, 'অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে প্রবেশ ফি বৃদ্ধি করেছি। এখানে আমাদের কিছু করার নেই। সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন করা আমাদের কাজ। সরকারের তরফ থেকে আমাদের প্রবেশ ফি বাড়াতে বলা হয়েছে। তাই বাড়ানো হয়েছে।'
যাত্রীদের ক্ষোভের বিষয়ে তিনি বলেন, 'যাত্রীরা যেন হয়রানির শিকার না হয়, সেজন্য আমরা যথেষ্ট প্রচার করেছি। প্রতিটি থানার দায়িত্বরত কর্মকর্তাদেরকেও এ বিষয়ে অবহিত করেছি। আর ফির দশ টাকা থেকে দুই টাকা করে যাত্রী কল্যাণে ব্যয় হবে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং সামগ্রিক উন্নয়ন করা হবে।'
জানা যায়, সর্বশেষ কয়েকটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক থেকেই টার্মিনালের প্রবেশ ফি, কুলি হয়রানি কমানো ও সদরঘাটের সার্বিক পরিস্থিতি উন্নয়ন নিয়ে আলোচনা হয়। এর পরিপ্রেক্ষিতে সর্বশেষ বৈঠকে টিকিটের মূল্য বাড়ানোর সিদ্ধান্ত হয়।
ইত্তেফাক/নূহু

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা