সিরিয়ান সেনাবাহিনীর সঙ্গে তুর্কি সেনাদের সংঘর্ষ

সিরিয়ান সেনাবাহিনীর সঙ্গে তুর্কি সেনাদের সংঘর্ষ

উত্তর সিরিয়ার রাস আল আইন শহর এলাকায় সিরিয়ান সেনাবাহিনীর সঙ্গে তুরস্কের সেনাবাহিনীর সদস্যে সংঘর্ষ হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা'র বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রবিবার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষে কয়েকজন নিহত হয়েছেন বলে দাবি করেছে সিরিয়ান বার্তা সংস্থাটি।
সানা’র দাবি অনুযায়ী, বৃহস্পতিবার উত্তর সিরিয়ার তুরস্ক সীমান্তবর্তী এলাকায় তুরস্কের সেনাবাহিনী ও তাদের সমর্থিত যোদ্ধারা সিরিয়ান সেনাদের ওপর হামলা চালায়। এতে কয়েকজন মারা গেছেন।
একই সময়ে কুর্দি বিদ্রোহীদের সাথেও তুর্কি সেনাদের সংঘর্ষ হয় বলে জানানো হয়েছে।
তবে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, রাস আল আইন এলাকায় কুর্দি ওয়াইপিজি বিদ্রোহীরা তুর্কি সেনাদের ওপর হামলা চালালে জবাবে পাল্টা হামলা চালায় সেনারা। এই ঘটনায় তুরস্কের ৫জন সেনা আহত হয়েছেন বলেও জানিয়েছে আঙ্কারা।
তুরস্কের দাবি, কুর্দিদের হামলার সময় ড্রোন, মর্টার ও হালকা সমরাস্ত্র ব্যবহার করা হয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা