ভালোবাসা প্রকাশে শব্দের দরকার হয় না

ভালোবাসা প্রকাশে শব্দের দরকার হয় না
ছবি: সংগৃহীত
৪১ সেকেন্ডের একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, বাবা তার নবজাতক কন্যাকে আদর করছেন। কিন্তু আদর করতে গিয়ে কোনও কথা বলছেন না তিনি। ইশারার মাধ্যমে আদর করছেন কন্যাকে। কারণ, তিনি বধির। আর বধির বাবার আদর করার এই পদ্ধতি দেখে হৃদয় গলেছে সবার। বাবার আদর পেয়ে পিটপিট করে তাকাচ্ছে শিশুটি।

এই ভিডিও শনিবার নিজের টুইটার থেকে শেয়ার করেছেন আমেরিকার সাবেক বাস্কেটবল খেলোয়াড় রেক্স চ্যাপম্যান। এটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘সদ্যোজাত কন্যার প্রতি ইশারার মাধ্যমে নিজের ভালবাসা উজাড় করে দিচ্ছেন এই শ্রবণ প্রতিবন্ধী বাবা।’ এই ভিডিও আপলোড হওয়ার পর প্রায় ৫৭ লাখ ইউজার দেখে ফেলেছেন তা।-আনন্দবাজার
ইত্তেফাক/আরকেজি

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা