এবার মায়ের ইচ্ছায় বিয়ে করব : অপু

এবার মায়ের ইচ্ছায় বিয়ে করব : অপু

বিয়ে নিয়ে এবার নতুন তথ্য দিলেন অপু বিশ্বাস। সম্প্রতি জাগো এফএম লাইভে এসে বিয়ে, ধর্ম ও বিভিন্ন বিষয়ে খোলাখুলি কথা বলেছেন তিনি। তার সে বক্তব্য হুবহু তুলে ধরা হলো-

হঠাৎ করেই চাউর হয়েছে বিয়ে করছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। ঢালিউড কুইন খ্যাত এই নায়িকা দ্বিতীয়বারের মতো সংসার পাতবেন। মায়ের পছন্দের ছেলের গলায় মালা দেবেন তিনি।
ফেসবুক ও কিছু গণমাধ্যম নায়িকার বিয়ের গুঞ্জনে ঘি ঢেলেছে চিত্রনায়ক বাপ্পীকে জড়িয়ে। বলা হচ্ছে বাপ্পীকেই বিয়ে করতে চলছেন অপু। কিন্তু সব খবরকেই হেসে উড়িয়ে দিলেন নায়িকা। দাবি করলেন, ‘খুবই দুর্বল গুজব’ বলে।

বিয়ে নিয়ে কোনো পরিকল্পনা নেই
অপু বিশ্বাস সোমবার সকালে জাগো নিউজকে তার বিয়ে প্রসঙ্গে বলেন, ‘বিয়ে নিয়ে এ মুহূর্তে  কোনোরকম পরিকল্পনাই নেই, যা ছড়িয়েছে বা ছড়ানো হচ্ছে সবই গুজব। খুবই দুর্বল গুজব। কারণ আমি এখন ছেলে ও ক্যারিয়ার নিয়ে বেশি মনোযোগী।’

বাপ্পীর সঙ্গে বিয়ের খবর গুজব
বিয়ের খবরটি হঠাৎ করে ছড়াল? এমন প্রশ্নের জবাবে অপু বলেন, “আমি নিজেও জানি না। সামনে আমার ‘শ্বশুড়বাড়ি জিন্দাবাদ’ ছবিটি মুক্তি পাবে। এখানে বাপ্পী চৌধুরীর সঙ্গে জুটি বেঁধেছি আমি। হতেও পারে আমাদের ভক্তরা আলোচনা তৈরি করতেই এ ধরনের ‘ফান পোস্ট’ দিচ্ছেন ফেসবুকে।”
সেখান থেকেই বিষয়টি ফুলিয়ে ফাঁপিয়ে বাপ্পীর সঙ্গে আমার বিয়ের খবর কিছু অখ্যাত গণমাধ্যমে প্রকাশ হয়েছে।  সেসব নিয়ে আমার মাথাব্যথা নেই।

নির্ভরতার আশ্রয় প্রয়োজন
তবে কিছু প্রথম সারির গণমাধ্যমেও বিয়ের খবর প্রকাশ হয়েছে সম্প্রতি। সেটা নিয়ে বলব ঘটনা ঠিক এমনটি নয়, যেমনটি প্রকাশ হয়েছে। আমার কাছে জানতে চাওয়া হয়েছিল লাইফ নিয়ে কী পরিকল্পনা আমার। আবারও কখনো বিয়ে করব কিনা। উত্তরে বলেছিলাম একজন মানুষ হিসেবে জীবনটাকে তো বয়ে নিয়ে যেতে হবে। সে জন্য হয়তো একটা আস্থা ও নির্ভরতার আশ্রয় আমার প্রয়োজন হতে পারে। বিয়ে হয়তো করতেও পারি  কোনো একদিন। যদি করি তবে এবার মায়ের ইচ্ছায় করব। তার মানে এই নয় যে, আমি এখনই বিয়ে করে ফেলছি বা বিয়ের জন্য পাত্র  দেখা শুরু করে দিয়েছি।

আপাতত জয়কে সময় দিচ্ছি
নায়িকা বলেন, আপাতত একমাত্র পুত্র আবরাম খান জয়কে সময় দিচ্ছেন তিনি। তাকে মানুষ করে  তোলাই এখন তার জীবনের ব্রত। ছেলের দেখাশোনা, পড়াশোনা সবকিছু সামলে যেটুকু সময় পান সেটুকু শোবিজের জন্য বরাদ্দ রেখেছেন। সিনেমা-বিজ্ঞাপনের শুটিংয়ের পাশাপাশি বিভিন্ন রকম শো-তে অংশ নেন।

আমি হিন্দু ধর্মেই আছি
এদিকে শাকিব খানকে বিয়ের পর অপু বিশ্বাসের ধর্ম নিয়ে যে ধোঁয়াশা চলমান ছিল তার ইতি টেনেছেন তিনি। নায়িকার ভাষ্য, ‘আমি হিন্দু ধর্মেই আছি। এবার আমি দুর্গাপূজা করব। শাকিব তো আমাকে কাগজ-কলমে মুসলিম করেননি। আমি মনে-প্রাণে বিশ্বাস করেছিলাম ইসলাম ধর্ম। তবে বাবা-মার সঙ্গে  থেকে তো আমি অন্য ধর্ম পালন করতে পারি না।’

হজ করে মুসলিম হইনি
অপুর দাবি, তিনি কোরআন শিখেছেন। পড়তেও পারেন। ধর্ম পালন নিয়ে অপু বলেন, ‘কাগজে-কলমে, মনে- প্রাণে বা গরুর মাংস খেয়ে বা হজ করে আমি নিজে মুসলিম হইনি। একজনকে ভালোবেসে মুসলিম ধর্মকে সম্মান দেখিয়েছি, আজও দেখাই। সব ধর্মের প্রতি আমার সম্মান ও শ্রদ্ধা আছে।’

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা