ঘণ্টায় ১৮৫ কিলোমিটার গতির স্পিডবোট তৈরি করবে ইরান

ঘণ্টায় ১৮৫ কিলোমিটার গতির স্পিডবোট তৈরি করবে ইরান

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র নৌ শাখার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি বলেছেন, তার দেশ এমন স্পিডবোট তৈরি করতে যাচ্ছে যা ঘণ্টায় ১০০ নটিক্যাল মাইল বা ১৮৫ কিলোমিটার বেগে চলতে পারবে। বুধবার ইরানের উত্তরাঞ্চলীয় রাশ্‌ত শহরে তিনি সাংবাদিকদের বলেন, খুব শিগগিরই ইরানি বিশেষজ্ঞরা নিজস্ব সক্ষমতা ও দেশীয় প্রযুক্তির মাধ্যমে এই স্পিডবোটের নির্মাণকাজ শুরু করবেন।
তিনি বলেন, '৯০ নটিক্যাল মাইল বেগে চলতে পারে এমন নৌযান আজ উন্মোচন করা হচ্ছে।' সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানের শীর্ষ পর্যায়ের এ সামরিক কর্মকর্তা বলেন, পারস্য উপসাগরে বিদেশি সেনাদের উপস্থিতি এ অঞ্চলকে নিরাপত্তাহীন করা ছাড়া আর কিছু দেয় নি।
অ্যাডমিরাল তাংসিরি বলেন, বাইরের শক্তিগুলো তাদের অবৈধ উপস্থিতিকে নিরাপত্তা প্রতিষ্ঠার অযুহাতে বৈধতা দেয়ার চেষ্টা করে, অন্যদিকে তারা তাদের অস্ত্র বিক্রির জন্য যুদ্ধে লিপ্ত হয়। অ্যাডমিরাল তাংসিরি জোর দিয়ে বলেন, 'পারস্য উপসাগরের নিরাপত্তা রক্ষার দায়িত্ব একমাত্র অঞ্চলের দেশগুলোর। আমরা এ বিষয়ে বারবার পারস্য উপসাগরীয় এলাকার দেশগুলোকে এ বার্তা তাদের চেষ্টা করেছি যে, আমরা নিজেরাই সম্মিলিতভাবে এ অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে পারি।' সূত্র : পার্সটুডে।
বিডি-প্রতিদিন/শফিক

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা