ভারত-যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা বাণিজ্য নতুন উচ্চতায়


ভারত-যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা বাণিজ্য নতুন উচ্চতায়
ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
চলতি বছরের শেষে ভারত-যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা বাণিজ্য নতুন উচ্চতায় পৌঁছাবে বলে জানিয়েছে পেন্টাগন। আগামী সপ্তাহে নয়া দিল্লিতে অনুষ্ঠিতব্য ভারত-মার্কিন প্রতিরক্ষা বাণিজ্য ও প্রযুক্তি উদ্যোগ (ডিটিটিআই) এর বৈঠকের আগে শনিবার পেটাগন জানিয়েছে এই বাণিজ্যের পরিমাণ প্রায় ১ হাজার ৮শ কোটি ডলার। খবর আনন্দবাজরের।
মার্কিন প্রতিরক্ষা বিভাগের আন্ডারসেক্রেটারি এলেন এন লর্ড জানিয়েছেন, সামনের দিনগুলোতে ইন্দো-মার্কিন প্রতিরক্ষা বাণিজ্য আরও বাড়বে। দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক ও সহযোগিতাও বৃদ্ধি পাবে। ২০০৮ সালে দুই দেশের প্রতিরক্ষা বাণিজ্য যেখানে প্রায় শূন্যের কোঠায় ছিল, সেখান থেকে চলতি বছরের শেষে ১ হাজার ৮শ কোটি ডলারে পৌঁছাতে পারে।
আসন্ন ডিটিটিআই বৈঠকে প্রধান দায়িত্বে থাকবেন লর্ড। গত বছরের আগস্টেই ভারতকে স্ট্র্যাটেজিক ট্রেড অথরিটি টায়ার-১ মর্যাদা দেয় ডোনাল্ড ট্রাম্প সরকার। এর ফলে আমেরিকা থেকে সহজেই সামরিক সরঞ্জাম কিনতে পারবে ভারত। লর্ড বলেন, এই ঘটনাই প্রমাণ করে দু’দেশের প্রতিরক্ষা বাণিজ্যিক ভাল। ভবিষ্যতে ভারতেও অস্ত্র উৎপাদনে জোর দেওয়া হবে বলে জানান তিনি।
ইত্তেফাক/জেডএইচডি

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা