ইমরান খানকে হটানোর অবরোধ কর্মসূচিতে নওয়াজ-বিলওয়ালের সমর্থন

ইমরান খানকে হটানোর অবরোধ কর্মসূচিতে নওয়াজ-বিলওয়ালের সমর্থন
ফাইল ছবি

উত্তপ্ত হয়ে ওঠছে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গন। নেপথ্যে আগামী ২৭ অক্টোবর ইসলামাবাদ অভিমুখে লংমার্চ। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে জমিয়তে উলামায়ে ইসলামের আজাদি মার্চে সমর্থন জানিয়েছেন মুসলিম লীগ-নওয়াজ, পাকিস্তান পিপলস পার্টি।
বৃহস্পতিবার জমিয়তের পক্ষ থেকে জানানো হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো ইমরান খান বিরোধী আজাদি মার্চে পূর্ণ সমর্থন জানিয়েছেন। বিলওয়াল ভুট্টো জারদারি সরাসরি আজাদি মার্চে অংশগ্রহণ করবেন বলেও জানিয়েছে দলটি।
সূত্রের খবর, জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান পৃথকভাবে নওয়াজ ও বিলওয়ালের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এসময় ফোনালাপে ফজলুর রহমান গুরুতর অসুস্থ নওয়াজ শরিফের সুস্বাস্থ্য কামনা করেন।

বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা