সড়ক দুর্ঘটনায় চালক-হেলপার নিহত, উদ্ধারে গিয়ে এএসআইও নিহত

প্রতীকী ছবি
কুমিল্লার চৌদ্দগ্রামে ক্যাভার্ডভ্যানচাপায় সড়ক দুর্ঘটনায় নিহত চালক ও হেলপারকে উদ্ধার করতে গিয়ে আরেক দুর্ঘটনায় পুলিশের এএসআইও নিহত হয়েছেন। সোমবার সকালে সৈয়দপুর এলাকায় এসব ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আক্তার হোসেনের পরিচয় জানা গেলেও চালক ও হেলপারের পরিচয় জানা যায়।
মিয়ার বাজার হাইওয়ে পুলিশের পরিদর্শক আবুল কালাম আজাদ বিষয়টি।
বিডি প্রতিদিন/আরাফাত
Comments