নেতানিয়াহুর ভারত সফর বাতিল

নেতানিয়াহু
৯ সেপ্টেম্বর এক দিনের ভারত সফরে আসার কথা ছিল ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। তবে সফর বাতিল করা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টেলিফোন করে সেকথা জানিয়েছেন তিনি। মোদিও তাতে সম্মতি জানিয়েছেন।
এই নিয়ে দ্বিতীয়বার ভারত সফর বাতিল করলেন ইসরাইলের প্রধানমন্ত্রী। এর আগে এপ্রিল মাসে ভারত সফরে যাওয়ার কথা ছিল তার। কিন্তু তখনো ভোটের কারণে সফর বাতিল করেছিলেন নেতানিয়াহু।
গত নির্বাচনে তার পার্টি ভোটের প্রচারে নেতানিয়াহুর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ট্রাম্প এবং পুতিনের ছবির পোস্টার করে প্রচার চালিয়েছিল। কিন্তু এপ্রিলের ভোটে ৭৪-৪৫ আসনের ফলাফল হলেও জোট সরকার গঠনে ব্যর্থ হয়েছেন নেতানিয়াহু। তার জেরেই ৯ সেপ্টেম্বর এই পুনরায় ভোট করতে হচ্ছে। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে ভারত সফরে গিয়েছিলেন নেতানিয়াহু। তার আগে মোদি তেল আবিবে গিয়েছেলেন ২০১৭ সালে। তখন থেকেই দুজনের মধ্যে বন্ধুত্ব গাঢ় হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
Comments