বিরক্ত সাইফ-কারিনা, ছেলের জন্য নিলেন বড় সিদ্ধান্ত!

কারিনা কাপুর ও সাইফ আলি খানের সঙ্গে তাদের ছেলে তৈমুর। ছবি: সংগৃহীত
জন্মের পর থেকেই বার বার ক্যামেরার সামনে আসতে শুরু করে ছেলের ছবি। এরপর থেকে তৈমুরের প্লে স্কুলে যাওয়া থেকে শুরু করে পতৌদি রাজপ্রসাদ, সব জায়গাতেই তৈমুরকে দেখে পাপারাতজির ক্যামেরা ঝলসে উঠতে শুরু করে। দেশে-বিদেশে তৈমুরের ছবি নিয়ে সরগরম হয়ে ওঠে সোশ্যাল সাইট। সেই কারণেই এবার সাইফ ও কারিনা নিলেন নতুন সিদ্ধান্ত!
সম্প্রতি কারিনা জানান, তৈমুরকে তারা বোর্ডিং স্কুলে পাঠাবেন। সাইফ এবং তিনি সব সময় ব্যস্ত থাকেন। কখনো সিনেমার শুটিংয়ের জন্য আবার কখনো বিজ্ঞাপন কিংবা রিয়েলিটি শোয়ের জন্য। ফলে তৈমুরকে তারা বেশি সময় দিতে পারেন না। এসবের পাশাপাশি রয়েছে তৈমুরকে নিয়ে সব সময় পাপারাতজির সচেতনতা। ফলে বাড়ির বাইরে বেরোলেই তৈমুরকে দেখা মাত্রাই জ্বলে উঠতে শুরু করে ক্যামেরার ফ্ল্যাশ। অত্যধিক ক্যামেরার নজরদারি তৈমুরের শৈশব ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও অভিযোগ করেন সাইফ-কারিনা। এসবের জন্যই তারা তৈমুরকে বোর্ডিং স্কুলে দিতে চান বলে স্পষ্ট জানান তারা।
শুধু দেশের ভেতরেই নয়, বিদেশে গেলেও নিস্তার পায় না তৈমুর। সেখানেও সাইফ-কারিনার ভক্তরা তৈমুরকে দেখে তাকে ক্যামেরা বন্দি করতে শুরু করে। বিদেশে ঘুরতে গিয়ে যাতে তৈমুরকে সব সময় ক্যামেরা বন্দি করা না হয় তার জন্য একাধিকবার আবেদন করেন সাইফ আলি খান। সেই খবর প্রকাশ্যে আসতে সরগরম হয়ে ওঠে পেজ থ্রি-র পাতা।
ইত্তেফাক/বিএএফ
Comments