গোল মেশিন তহুরা

গোল মেশিন তহুরা
বাংলাদেশের স্ট্র্রাইকার তহুরা খাতুন।
এএফসি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবলে অস্ট্র্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের (২-২) ড্রটি দেশের ফুটবল অঙ্গনে সাড়া ফেলেছে। বিশেষ করে বাংলাদেশের স্ট্র্রাইকার তহুরা খাতুনের জোড়া গোল ফুটবল অঙ্গনে আলোচনার ঝড় তুলেছে। এই স্ট্র্রাইকার অস্ট্র্রেলিয়ার জালে যেভাবে গোল করেছেন তা ছিল ছবির মতো। অনেক দিন স্মৃতিপটে তুলে রাখার মতো গোল করেছেন তহুরা খাতুন। অস্ট্রেলিয়ান ফুটবলার, কোচ কর্মকর্তার চোখে বাংলাদেশের তহুরা দারুণ প্রতিভাবান একজন স্ট্রাইকার। তাকে বলা হয় বাংলাদেশের গোল মেশিন।
জাতীয় দলের ১০ নম্বর জার্সি গায়ে খেলেন। এখন পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলে ৪০টি গোল করেছেন ময়মনসিংহের কলসিন্দুর স্কুলের দশম শ্রেণির এই শিক্ষার্থী তহুরা খাতুন। হংকং, ভুটান এবং তাজিকিস্তানে এএফসির বয়সভিত্তিক ফুটবলে তিনবার সর্বোচ্চ গোলদাতা হয়েছেন তিনি। তহুরার শরীরটা একেবারে ছিপছিপে। উচ্চতাও কম। তারপরও শখ ছিল স্ট্রাইকার পজিশনে খেলবেন। গোল করতে তার খুব ভালো লাগে। গোল করার চেয়ে আনন্দ খুঁজে পান না তিনি। অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে খেললেও অস্ট্রেলিয়ান ফুটবলারদের শারীরিক গঠনের তুলনায় তহুরা খুবই দুর্বল। তারপরও আত্মবিশ্বাস এবং দেশের প্রতি কিছু করার টান তহুরাকে অনেকদূর এগিয়ে দিয়েছে। অস্ট্রেলিয়াকে যেখানে সবাই সমীহ করে তহুরা উলটো। ঢাকায় ফিরে বললেন, ‘এতো ভয় পাওয়ার কি আছে। ওরা বড়োলোক আমরা কম কিসে। আমাদের দেশটা যুদ্ধ করে স্বাধীন করেছেন বড়োরা। আমরাও পারি।’ তহুরা বললেন, ‘থাইল্যান্ডের বিপক্ষে চান্স পেয়েও গোল করতে পারিনি। জেদ ছিল শেষ খেলায় অস্ট্রেলিয়ার বিপক্ষে সেরাটা খেলব।’
ইত্তেফাক/আরকেজি

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা