বাংলাদেশ নাকি আফগানিস্তান—বৃষ্টি নামলে শিরোপা কার
- Get link
- X
- Other Apps

বিকেল পাঁচটার পর হালকা বৃষ্টি শুরু হয়েছে। সতর্কতা হিসেবে এর আগ থেকেই উইকেট ঢেকে রাখা হয়েছে। বৃষ্টি নামার সম্ভাবনা জানা থাকায় টুর্নামেন্টের নিয়ম নিয়ে আলোচনাও হয়েছে। সিরিজের ‘প্লেয়িং কন্ডিশন’ বা খেলার নিয়ম বলছে, পুরো টুর্নামেন্টে প্রতিটি ম্যাচের মতো ফাইনালেরও কোনো ‘রিজার্ভ ডে’ নেই। বৃষ্টিবাধায় ওভার কাটার আগে আম্পায়ারদের হাতে স্বাভাবিক নিয়মে সর্বোচ্চ ৬০ মিনিট থাকছে। থাকছে সুপার ওভার।
বৃষ্টিতে শেষ পর্যন্ত ম্যাচে যদি কোনো ফল না আসে, তবে ‘যৌথ চ্যাম্পিয়ন’ ঘোষণা করা হবে। ট্রফি ভাগাভাগি করবে বাংলাদেশ ও আফগানিস্তান দুই দল। দর্শকেরা অবশ্য অপেক্ষায় আছেন জমজমাট এক ফাইনালের।
বাংলাদেশ-আফগানিস্তানের ফাইনাল নিয়ে তুমুল আগ্রহ দর্শকদের। স্টেডিয়ামের গেট খোলার অনেক আগেই ভিড় করতে শুরু করেছেন তাঁরা। এরই মধ্যে মাঠে চলে এসেছে দুই দল। এখন সবার চোখ আকাশের দিকে।

- Get link
- X
- Other Apps
Comments