সংবাদ সম্মেলনে মেট্রোতে চড়ে এলেন ‘বিগ বস’ সালমান
- Get link
- X
- Other Apps


এখানে বসেই প্রতিযোগীরা নানা বিষয়ে আলাপ-আলোচনা করবেন। ছবি: ফেসবুক থেকে নেওয়াসোমবার মেট্রোর কার শেডে ‘বিগ বস ১৩’ শুরু উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সালমান ছাড়া এখানে আরও ছিলেন আমিশা প্যাটেল, পূজা বোস, সানা খান প্রমুখ। জানা গেছে, বলিউডের সাবেক তারকা আমিশা প্যাটেলকে এবার ‘বিগ বস’-এ দেখা যাবে। তবে তাঁর কী ভূমিকা হবে, সে ব্যাপারে কিছু জানানো হয়নি।
এবার শোবার ঘরে একটি বিছানা তিনজন শেয়ার করবেন। ছবি: ফেসবুক থেকে নেওয়াএবার অনুষ্ঠান শুরু হওয়ার আগেই ‘বিগ বস’ বাড়ির সদস্যদের নাম প্রকাশ করতে চায়নি কালার চ্যানেলের কর্তৃপক্ষ। তবে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, এবার ‘বিগ বস’ বাড়ির যাঁরা সদস্য হচ্ছেন, সেই তালিকায় রেশমি দেশাই, চাংকি পাণ্ডে, মিমো চক্রবর্তী, দেবলীনা ভট্টাচার্য, আদিত্য নারায়ণ, মুগ্ধ গডসের থাকার সম্ভাবনা আছে।
বিগ বস বাড়ির সবচেয়ে প্রয়োজনীয় অংশ রান্নাঘর। ছবি: ফেসবুক থেকে নেওয়া২৯ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে ‘বিগ বস’ বাড়িতে ঢুকবেন প্রতিযোগীরা। এদিকে ‘বিগ বস ১৩’ আয়োজনের জন্য মুম্বাইর ফিল্ম সিটিতে যে বাড়ি তৈরি করা হয়েছে, তার অন্দরের বিভিন্ন ছবি কালারস চ্যানেলের ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে। এবার বিগ বসের বাড়ি খুবই রঙিন। সাড়ে ১৮ হাজার বর্গফুট আয়তনের এই বাড়িতে গোপনে ও প্রকাশ্যে রয়েছে ৯৩টি ক্যামেরা। তাই প্রতিযোগীরা বাথরুম ছাড়া যেখানেই যান না কেন, কেউ বিগ বসের চোখ এড়াতে পারবেন না।
খাবার ঘরের দেয়ালে সুন্দর করে আঁকা রয়েছে নানা কিছু। ছবি: ফেসবুক থেকে নেওয়াবাইরের দরজা আর বিগ বস বাড়ির মধ্যে দূরত্ব ২০ ফুট। আর সেখান আছে সবুজ বাগান। বাড়িতে ঢুকেই বৈঠকখানা। এখানে প্রতিযোগীরা বসবেন। এখানে তাঁদের বিভিন্ন পরামর্শ ও নির্দেশনা দেওয়া হবে। পরে এখানে বসেই তাঁরা নানা বিষয়ে আলাপ-আলোচনা করবেন। বিগ বস বাড়ির সবচেয়ে প্রয়োজনীয় অংশ রান্নাঘর। এখানে দেয়াল সাজানো হয়েছে কাপ-প্লেট দিয়ে। ওপর থেকে যতগুলো আলো ঝুলছে, সেগুলোর গায়েও আছে কাপ আর প্লেট। খাবার ঘরের দেয়ালে সুন্দর করে আঁকা রয়েছে নানা কিছু। শ্বেত-শুভ্র চেয়ারগুলোতে রয়েছে পশমের গদি।
কনফেশনস রুমটা দেখে বেশ রহস্যময় মনে হবে। ছবি: ফেসবুক থেকে নেওয়াএবার শোবার ঘরে প্রতিযোগীদের জন্য আলাদা বিছানা থাকছে না। একটি বিছানা তিনজন শেয়ার করবেন। কনফেশনস রুমটা এমনভাবে সাজানো হয়েছে, দেখে বেশ রহস্যময় মনে হবে। প্রতিযোগীদের মানসিক স্বাস্থ্যের কথা বিবেচনা করে বিগ বস বাড়ির বিভিন্ন অংশে প্রচুর গাছ লাগানো হয়েছে।
বিগ বস বাড়ির ভেতরটা সাজানো হয়েছে চমৎকার করে। ছবি: ফেসবুক থেকে নেওয়াসবকিছু মিলিয়ে ‘বিগ বস ১৩’ আয়োজনকে আগের সব কটি থেকে আলাদাভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে।

- Get link
- X
- Other Apps
Comments